E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে কালবেলা প্রতিনিধিকে হুমকিদাতা এখন ক্ষমা চায়

২০২৩ অক্টোবর ০২ ১৭:২৬:১৯
টঙ্গীতে কালবেলা প্রতিনিধিকে হুমকিদাতা এখন ক্ষমা চায়

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : টঙ্গীতে দৈনিক কালবেলা’র প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে (৫০) মুঠোফোনে অকথ্য গালিগালাজ ও মারধরের হুমকি দেয়া হয়েছে। রবিবার এসংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মৃত মতিউর রহমান মতির সন্তান মাসুম (৩৫) মুঠোফোনে সাংবাদিক মহিনকে টঙ্গী ছাড়া করে দিবে এবং মারধরের হুমকি প্রদান করে। 

রিপনকে উদ্দেশ্য করে মাসুম বলে, "তর কইলজা কি বড় হইয়া গেছে... তোরে আগেও দুইবার না করছি তুই বুঝোস না...."

অপরপ্রান্তে থাকা কালবেলা'র প্রতিনিধি হুমকিদাতাকে ছোটো ভাই কি হইছে, কেনো গালাগালি করো জিজ্ঞেস করলে মাসুম বলে, "আওলাদের লগে তোর কি..তোরে কিন্তু ধইরা...তোরে টঙ্গী ছাড়া করমু....তোর মতো সাংবাদিক টঙ্গীতে রাখতাম না...."

ফোনে হুমকিদাতা মাসুম নিজের কথাগুলো রেকর্ডিং করেও রাখতে বলে।

ঘটনা সম্পর্কে সাংবাদিক রিপন বাংলা ৭১কে জানায়, টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, হুমকিদাতা মাসুমের বড় ভাই আওলাদ হোসেন রোববার সকালে তার ব্যবহৃত ‘এম আওলাদ হোসেন’ নামক ফেসবুক আইডি থেকে দৈনিক কালবেলা’র টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপনের ছবি ব্যবহার করে অপ্রীতিকর মন্তব্য ও উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। অপর অভিযুক্ত আব্দুল খালেক সুমন উক্ত পোস্টগুলো শেয়ার করার পাশাপাশি কুরুচিপূর্ণ ও উস্কানীমূলক মন্তব্য করে। একইদিন বিকেলে মাসুম কালবেলা প্রতিনিধির মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালাগালিসহ হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় মহিন উদ্দিন রিপন টঙ্গী পূর্ব থানায় উল্লেখিত ৩জনকে অভিযুক্ত করে একটি জিডি করেন।

এদিকে হুমকিদাতা মাসুমের সাথে যোগাযোগ করলে সে জানায়, কাজটি সে ভুল করেছে। মাসুম তার বড় ভাই আওলাদের সাথে ঝগড়া হয়েছে জানতে পেরে সাংবাদিক রিপনকে রাগের মাথায় এসব বলেছে। নিজেদের পারিবারিক আত্মীয় স্বজন দাবি করে মাসুম ঘটনায় দুঃখ প্রকাশ করে।

আওলাদের সাথেও কথা হলে সে জানায়, তার সংগঠনের অনুষ্ঠান নিয়ে আপত্তিকর পোস্ট করে রিপন। একসাথে বড় হয়েছে তারা কিন্তু সাংবাদিক রিপন তুচ্ছ ঘটনাকে ভাইরাল করতে চায়। সে বলে, রিপনের বিরুদ্ধে তার অনেক অভিযোগ প্রমাণ আছে। বাংলা ৭১প্রতিনিধির এক প্রশ্নে আওলাদ হোসেন, মহিন উদ্দিন রিপনকে হুমকি দেওয়া ও গালাগালি করা ঠিক হয়নি বলে জানান।

সরেজমিনে জানাযায়, আওলাদ হোসেন টঙ্গী সাংবাদিক ক্লাব নামে একটি সংগঠন করেন। কালবেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ও আওলাদ হোসেনদের পরিবার একসময় টঙ্গী কিশোর সংশোধনীর কলোনিতে একসাথে বসবাস করতো এবং তাদের উভয়ের পিতা একসাথে এখানে চাকুরী করতো।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। এসংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(জেজি/এসপি/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test