E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক ওয়াহিদ

২০২৩ ডিসেম্বর ০১ ২০:০৫:৫৫
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক ওয়াহিদ

স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো চিফ এম. ওয়াহিদ উল্লাহকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে মরহুম এম ওয়াহিদ উল্লাহর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এসময় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

এসময় ডিআরইউর দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন উপস্থিত ছিলেন। এছাড়া ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র সাংবাদিক এম. ওয়াহিদ উল্লাহ স্ট্রোক করে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test