E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় সাংবাদিককে হুমকি

২০১৪ নভেম্বর ১০ ২১:০৪:৫৬
বগুড়ায় সাংবাদিককে হুমকি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কর্মরত বাংলানিউজ২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট টি এম মামুনকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সোমবার বগুড়া সদর থানা সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ডায়েরি সূত্রে জানা গেছে, টি এম মামুন অধিকাংশ সময়ে ক্রাইম সংবাদ পরিবেশন করায় অসৎ ও সন্ত্রাসী শ্রেণীর লোকদের দ্বারা কয়েকবার হুমকি শিকার হয়েছন। গত ৬ নভেম্বর ১৪ তারিখ জামায়াত ইসলামীর হরতাল চলাকালে পেশাগত দায়িত্ব পালন শেষে রাত সাড়ে ১০ টার দিকে বাসভবনে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শেরপুর রোড সাতানী বাড়ির সামনে চাকু, ছোড়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৬/৭ জন ব্যক্তি ভয়-ভীতি দেখিয়ে বলে, তুই ২০১৪ সালের ৩ মার্চ জামায়াত-শিবিরের বিরুদ্ধে চরম রিপোর্ট করেছিস। যা শুধু তোর বাংলানিউজেই প্রকাশ হয় নাই, বরং তোর বাংলানিউজ এর সূত্র উল্লেখ করে পরদিন দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক জনকন্ঠসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে।

এ সময় পুলিশের একটি টহল গাড়ি যাওয়ার শব্দ টের পেয়ে দ্রুত তারা আলতাফুন্নেসা খেলার মাঠের সড়ক দিয়ে পালিয়ে যায়। পরদিন ৭ নভেম্বর তারিখে একটি স্পেশাল সংবাদ করার জন্য নিজস্ব মোটরসাইকেল নিয়ে সকাল ৬ টার দিকে বাসা থেকে বের হয়ে সেউজগাড়ী পানির ট্যাংকির পথ দিয়ে রেল কামারগাড়ী ও তৎ সংলগ্ন স্টেশন এলাকায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় পৌঁছুতেই পেছন থেকে চাকু-ছোড়া হাতে ৭/৮ মোটরসাইকেল আরোহী এসে ভয়-ভীতি দেখায়।

এমতাবস্থায় একটি মাইক্রোবাসটি দেখে হুমকিদাতারা দ্রুত সেউজগাড়ী পানির ট্যাংকি ও ঈদগাহ মাঠের দিকে পালিয়ে যায় ভয়-ভীতি প্রদর্শণকারী অজ্ঞাত পরিচায় ব্যক্তিরা।

সাংবাদিক মামুন জানান, তাকে হুমকি দেয়ায় সোমবার বগুড়া সদর থানায় সাধারন ডায়েরি করেছেন, যার নম্বর ৬০৩।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্য ফয়জুর রহমান জানান, সাংবাদিক মামুনের জিডি বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসবি/এটিআর/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test