E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

২০১৪ নভেম্বর ১১ ১৫:৩৭:২০
হবিগঞ্জে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর সহকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী নাসিমূল আহসান।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু।

এ সময় বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমির হোসেন।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, চ.বি.’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান খ. আলী আর রাজী, বাংলাদেশ সংবাদ সংস্থা’র জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান কামাল ও একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

প্রশিক্ষণে হবিগঞ্জ শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে সমাপন অনুষ্ঠানে মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন হবে।

(পিডিএস/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test