E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে খোলা আকাশের নিচে সাংবাদিক পরিবারের বসবাস

২০১৪ নভেম্বর ২০ ১৪:৪৪:৪৫
বরিশালে খোলা আকাশের নিচে সাংবাদিক পরিবারের বসবাস

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে গত দু’মাস ধরে জেলার বাকেরগঞ্জ উপজেলার কর্মরত এক সাংবাদিক তার পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

এ ঘটনায় বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মৃধা মো. মোজাহিদুল ইসলামকে নির্দেশনা দিলেও অদ্যবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সাংবাদিক দীন মোহাম্মাদ দীনুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বসত ঘরে আকস্মিক অগ্নিকান্ডে সম্পূর্ণ ঘরটি ভস্মিভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে সম্পূর্ণ রূপে মানবেতর জীবন যাপন শুরু করেন সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা।
খবর পেয়ে জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। ঘটনার দু’মাস অতিবাহিত হওয়ার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগীতাতো দূরের কথা ক্ষতিগ্রস্থ সাংবাদিকের পরিবারের খোঁজখবর পর্যন্ত নেয়নি। এমনকি জেলা পূণর্বাসন কর্মকর্তাও সাংবাদিক দীনুর পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতা করার জন্য ইউএনও’কে নির্দেশণা দিলেও তারও তোয়াক্কা করছেন না ইউএনও মোজাহিদ।

সাংবাদিক দীন মোহাম্মাদ দীনু আক্ষেপ করে বলেন, অগ্নিকান্ডে বাড়ি-ঘর হারিয়ে আজ আমি নিঃস্ব ও অসহায় হয়ে মা-বাবাকে নিয়ে শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে প্রথমে তিনি জেলা প্রশাসকের নির্দেশণার কথা অস্বীকার করলেও পরোক্ষণেই বলেন, জেলা প্রশাসকের অফিস থেকে একটি চিঠি এসেছে তবে তাতে কোন কিছু উল্লেখ করা নেই।

(টিবি/এসসি/নভেম্বর২০,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test