E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক লুলু আর নেই

২০১৪ নভেম্বর ২৫ ১০:৩১:২৫
সাংবাদিক লুলু আর নেই

বাগেরহাট প্রতিনিধি :বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি  মীর জুলফিকার আলী লুলু  মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট ২ আসনের সংসদস সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার ভাই। ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল ও তার শহরের বাসায় সহকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

বর্ণাঢ্য জীবনের অধিকারী মীর জুলফিকার আলী লুলু ছিলেন খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, জেলা ক্রিড়া সংস্থা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আবহানী ক্রিড়া চক্রের সভাপতিসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার এই অকাল মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বাগেরহাট পৌরসভা মেয়র ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান আলাদা শোক বিবৃতি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় মরহুমের কর্মস্থল খানজাহান আলী ডিগ্রী কলেজে, ১টায় বাগেরহাট প্রেসক্লাবে ও দেড়টায় বাগেরহাট ফাউন্ডেশনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে। দুপুর ২টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে প্রথম ও বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার টেংরাখালীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(একে/এসসি/নভেম্বর২৫,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test