E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিআরইউ নির্বাচন : সভাপতি বাদশা, সম্পাদক ইলিয়াস

২০১৪ নভেম্বর ৩০ ২১:২১:৪১
ডিআরইউ নির্বাচন : সভাপতি বাদশা, সম্পাদক ইলিয়াস

স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে রবিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এমএ আজিজ ও আবু তাহের।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডিআরইউর এক হাজার ৩০৩ জন সদস্যের মধ্যে এক হাজার ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন পেয়েছেন ৩৩৭ ভোট। এ ছাড়া এ পদে একাত্তর টিভির চিফ এ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন পেয়েছেন ৩২৮ ভোট ও দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল ৫৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিবেদক ইলিয়াস হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন পেয়েছেন ৩৪৬ ভোট। একইপদে দেশ টিভির এ্যাসাইনমেন্ট এডিটর নজরুল কবীর পেয়েছেন ১৮২ ভোট,দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক সফিউল আলম রাজা ১৩২ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ। তার প্রতিদ্বন্দ্বী বাংলার চোখের সাব্বীর মাহমুদ পেয়েছেন ৩৪৬ ভোট।

৫৯৩ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের ফেরদাউস মোবারক। তার প্রতিদ্বন্দ্বী গাজী টিভির সালাম ফারুক পেয়েছেন ৪২০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৬৬৩ ভোট পেয়ে আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের শওকত আলী খান পেয়েছেন ৩৫০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মঈনুদ্দীন খান। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ সোহরাব পেয়েছেন ৩৪৩ ভোট।

এ ছাড়া একজন করে প্রার্থী থাকায় অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক পদে প্রাইম নিউজের মেহেদী আজাদ মাসুম, নারীবিষয়ক সম্পাদক পদে আইরীন নিয়াজী মান্না, আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আজিজুল পারভেজ ও ক্রীড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে কার্যনির্বাহী সদস্য পদে সাতটি পদের বিপরীতে আটজন মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ পদে ৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্ববাচিত হন। তবে ক্রম নির্ধারণের জন্য ভোটগ্রহণ করা হয়। কার্যনির্বাহী সদস্যপদে সর্বোচ্চ ৬৩৪ ভোট পেয়ে এবিসি রেডিওর শাহনাজ শারমীন প্রথম হয়েছেন। ৫৩৪ ভোট পেয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল দ্বিতীয়, ৫১৮ ভোট পেয়ে ওসমান গনি বাবুল তৃতীয়, ৪৮৪ ভোট পেয়ে আরটিভির ফারুক খান চতুর্থ, ৪৩৮ ভোট পেয়ে ঢাকা টাইমসের হাবিবুর রহমান পঞ্চম, ৩৯৫ ভোট পেয়ে দৈনিক মানবকণ্ঠের হরলাল রায় সাগর ষষ্ঠ ও ৩৬৬ ভোট পেয়ে দৈনিক সংগ্রামের কামাল উদ্দিন সুমন সপ্তম স্থান অর্জন করেন।

তবে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় কল্যাণ সম্পাদক পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

নির্বাচন উপলক্ষে সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গণজুড়ে রবিবার সারাদিনই ছিল উৎসবমুখর পরিবেশ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যস্ত ছিলেন ভোটারদের মন জয়ের চেষ্টায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ঐতিহ্য অনুযায়ী ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতীক স্বরূপ একটি চাবি তুলে দেন সাবেক সভাপতি শাহেদ চৌধুরী। একই সঙ্গে শাহেদ চৌধুরী বাদশাহর গলায় ফুলের মালা দিয়ে নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের গলায় মালা পরিয়ে সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান অভিনন্দন জানান।

প্রসঙ্গত, শনিবার (২৯ নভেম্বর) ডিআরইউর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

(ওএস/অ/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test