E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতের আধারে 'দৈনিক বর্তমান' বন্ধ ঘোষণা

২০১৪ ডিসেম্বর ০১ ১৩:১৯:২৫
রাতের আধারে 'দৈনিক বর্তমান' বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিনা নোটিশে রাতের আধারে অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করা হয়েছে। পত্রিকাটি রবিবার পর্যন্ত চালু ছিল।

সরেজমিনে সোমবার সকালে বর্তমান অফিসে প্রবেশের আগেই লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা নোটিশ চোখে পড়ে। অফিস তালাবন্ধ। আর নোটিশে লেখা রয়েছে ‘দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাটির এক সংবাদকর্মী বলেন, রাতের আধারে পত্রিকা বন্ধ করে মালিকপক্ষ ঠিক করেনি। আমাদের তিন মাসের বেতন বকেয়া আছে। আমরা সাংবাদিকরা সবার অধিকার নিয়ে কথা বলি, সংবাদ লিখি। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ সোচ্চার না। তিনি জানান, দুলাল আহমেদ চৌধুরী রবিবার রাতেই মালয়েশিয়া গেছেন।

পত্রিকাটি বন্ধের প্রসঙ্গে কথা বলতে দুলাল আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান শিপলু পত্রিকাটি বন্ধের বিষয়ে বলেন, রবিবার রাতেই পত্রিকা বন্ধের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানিনা। তিনি আরও জানান, গত রাতে দুলাল আহমেদ চৌধুরী মালয়েশিয়া গেছেন। এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচি।

অন্যদিকে দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক আনোয়ারুল করীম রাজু বলেন, দুলাল আহমেদ চৌধুরী দেশের বাইরে গেছেন। তবে কোন দেশে গেছেন সে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

(ওএস/অ/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test