E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দৈনিক বর্তমান’

কর্মচারিদের দেওয়া আল্টিমেটাম শেষ রবিবার

২০১৪ ডিসেম্বর ০৬ ২১:৪২:০৪
কর্মচারিদের দেওয়া আল্টিমেটাম শেষ রবিবার

নিউজ ডেস্ক : দৈনিক বর্তমান পত্রিকার অচলাবস্থা নিরসন করে অবিলম্বে প্রকাশনা অব্যাহত রাখা এবং বকেয়া পাওনা পরিশোধের জন্য কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারিদের বেধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে রবিবার সকাল দশটায়।

দৈনিক বর্তমানে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব এডিটরস কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী রবিবার সকাল ১০ টায় দিলকুশায় দৈনিক বর্তমানের কার্যালয়ের প্রবেশ পথে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে বর্তমানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটি শনিবার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বর্তমানের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের তরফ থেকে বলা হয়েছে, (১) আইন ও বিধি মেনে দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত রাখতে হবে। (২) প্রকাশনা অব্যাহত না হলে আইন ও বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অষ্টম ওয়েজবোর্ড ও কোম্পানি আইন অনুযায়ী অন্যান্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।

(নিউজ ডেস্ক/এটিআর/ডিসেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test