E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সানমুন টাওয়ারে তালা, বর্তমানের সাংবাদিকদের অবস্থান

২০১৪ ডিসেম্বর ০৭ ১১:৪৭:৫৬
সানমুন টাওয়ারে তালা, বর্তমানের সাংবাদিকদের অবস্থান

স্টাফ রিপোর্টার : সানমুন টাওয়ারে তালা ঝুলিয়ে দৈনিক বর্তমান পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

অচলাবস্থা নিরসনের দাবিতে পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে রবিবার সকাল ১১টা থেকে তারা এ কর্মসূটি শুরু করেন। এ সময় তারা ভবনটির লিফট বন্ধ করে দেন। অবস্থান কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে।

বর্তমানের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী এবং বিএফইউজের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।

এছাড়া বর্তমানের সাবেক হেড অব নিউজ সন্তোষ শর্মা, বর্তমানের যুগ্ম-সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক স্বপন দাশগুপ্ত, বার্তা সম্পাদক কায়কোবাদ মিলনসহ সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা এবং কর্মরত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা ছাড়াই গত ১ ডিসেম্বর পত্রিকাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test