E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৈনিক বর্তমানের অচলাবস্থা নিরসনে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০১৪ ডিসেম্বর ০৭ ১৭:২১:২২
দৈনিক বর্তমানের অচলাবস্থা নিরসনে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার : দৈনিক বর্তমান পত্রিকার অচলাবস্থা নিরসন করে অবিলম্বে প্রকাশনা অব্যাহত রাখা এবং বকেয়া পাওনা পরিশোধের জন্য কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরাদের বেধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে রবিবার সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত ওই ভবনটি অবরোধ করা হয়।

এছাড়া পরিস্থিতির আশু সমাধান কল্পে মাননীয় তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একইসঙ্গে নতুন করে ২৪ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত মতিঝিলে দৈনিক বর্তমান কার্যালয় ভবনের প্রবেশপথে এক সমাবেশ ও অবস্থান কর্মসূচি শেষে এই নতুন আল্টিমেটাম ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সোমবার একইস্থানে সমাবেশ ও অবস্থান এবং ভবন অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

দৈনিক বর্তমানে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব এডিটরস কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী ৭ ডিসেম্বর রবিবার সকাল দশটায় দিলকুশায় দৈনিক বর্তমানের কার্যালয়ের প্রবেশপথে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের তরফ থেকে বলা হয়েছে, (১) আইন ও বিধি মেনে দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত রাখতে হবে। অথবা (২) প্রকাশনা অব্যাহত না হলে আইন ও বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অষ্টম ওয়েজবোর্ড আইন অনুযায়ী অন্যান্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। এই কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থন রয়েছে।

বর্তমানের বিশেষ প্রতিনিধি স্বপন দাশগুপ্তের সভাপতিত্ব ও মুহাম্মদ নইমুদ্দিনের সঞ্চালনায় রবিবার সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিআরইউ সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউ’র যুগ্ম সম্পাদক ফেরদৌস মোবারক, দৈনিক বর্তমানের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, বর্তমানের সাবেক হেড অব নিউজ সন্তোষ শর্মা, যুগ্ম বার্তা সম্পাদক কায়কোবাদ মিলন, দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক আনোয়ারুল করিম রাজু প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test