E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সাংবাদিকদের সনদপত্র বিতরণ

২০১৪ ডিসেম্বর ০৯ ১৭:০৭:৩৫
বাগেরহাটে সাংবাদিকদের সনদপত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান মাধ্যম লিমিটেড ও উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে ২ দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মু. শুকুর আলী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সরদার সফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, সময় টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবতনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। প্রথাগত চাষাবাদ পদ্ধতি বাদ দিয়ে সমন্বিত ও পরিবেশ সহায়ক এসব প্রযুক্তি ব্যবহারে পরামর্শ দেন। কর্মশালায় বাগেরহাট ও খুলনা জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন মাধ্যমের কো-অডিনেটর তোফায়েল আহম্মাদ। কর্মশালায় পরিবেশ সহনশীল প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ ও বালাই দমন জনপ্রিয় করতে সরকারকে এগিয়ে আসতে হবে।

(একে/এটিআর/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test