E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৪ ডিসেম্বর ২৬ ১৫:৩৯:২৭
সিরাজগঞ্জে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ এবং আগামীর এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির ১০ বর্ষে প্রদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না।


সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সালাউদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর মিল্টন চন্দ্র রায়, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড বিমল কুমার দাস, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান আয়নুল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, নবাগত পরিচালক এমদাদুল হক, মির্জা মোস্তফা জামান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কানু, সিরাজগঞ্জ ক্যাবল ভিশনের সভাপতি রফিকুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহম্মেদ, সদস্য সুলতান আহমেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, দৈনিক সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এনামুল হক খোকন, বিটিভির জেলা সংবাদদাতা গাজী এসএইচ ফিরোজী, সাংবাদিক গাজী ফিরোজী , দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজল এ খোদা লিটন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ ফিরোজ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, জিটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, বিজয় টিভির জেলা প্রতিনিধি রোমান আহমেদসহ বিভিন্ন পোশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১০ পউন্ড ওজনের কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুন।

(এসএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test