E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সম্প্রচার আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন

২০১৫ জানুয়ারি ০৮ ১৪:১০:৪৬
সম্প্রচার আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : সম্প্রচার আইনের খসড়া ও সম্প্রচার কমিশন গঠন আইনের খসড়া প্রণয়ন করতে ব্যারিস্টার তানজিম উল হককে চেয়ারম্যান করে গঠিত হয়েছে ৭ সদস্যের উপ-কমিটি।

বুধবার বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের কাছে আইনসংক্রান্ত মতামত ও প্রস্তাব আহ্বান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, আর্টিকেল ১৯ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তাহমিনা রহমান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, কমিউনিটি রেডিওগুলোর সংগঠন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী বজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম।

গত বছরের ৪ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ মন্ত্রিসভায় অনুমোদন পায়। ৭ আগস্ট এ বিষয়ে গেজেট জারি হলে এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর এই আইন দুটি প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রহমানকে প্রধান করে কমিটি করে সরকার। কমিটিকে আইন প্রণয়নে ৫ মাস সময়ও বেধে দেয়া হয়।

(ওএস/এটিঅার/জানুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test