E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বজলুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক সাংবাদিক’

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৫:১৯:২০
‘বজলুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক সাংবাদিক’

শেরপুর প্রতিনিধি : ‘বজলুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক সাংবাদিক। সাংবাদিকতা জগতের আলোকবর্তিকা। তাঁর রাজনৈতিক জ্ঞান ও বিশ্লেষণ ছিল খুব প্রখর। তাঁর কন্ঠ নমনীয় হলেও তিঁনি ছিলেন দৃঢ় চিত্তের মানুষ। যখন যেখানে যে কথা যতটুকু বলা দরকার, তাই তিনি বলতেন। সত্য ভাষণে তিনি ছিলেন আপসহীন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিঁনি সর্বদাই সোচ্চার ছিলেন। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিঁনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিঁনি আজ আমাদের মাঝে না থাকলেও তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়ে চিরঞ্জীব হয়ে আছেন।’

দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক বজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শেরপুরের নকলা প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কবি তালাত মাহমুদএতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবুল মুনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম তালুকদার, সাংবাদিক রফিক মজিদ, হযরত আলী, মোশারফ হোসেন প্রমুখ। পরে প্রয়াত বজলুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের কৃতি পুরুষ সাংবাদিক বজলুর রহমান ২০০৮ সনের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর তাঁর স্ত্রী।

(এইচবি/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test