E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক মিজানুরকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধ

২০১৫ মার্চ ২৫ ১৬:২৮:৪৫
সাংবাদিক মিজানুরকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধ

নাটোর প্রতিনিধি  :  প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধ ও প্রতিবাদ সভা হয়েছে। ওই কর্মসূচি থেকে মিজানুরের মুক্তি ও নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনের শাপলা চত্ত্বরে গুরুদাসপুর প্রেসক্লাব ও প্রথমআলো বন্ধুসভা যৌথভাবে ওই কর্মসুচির আয়োজন করে। স্থানীয় সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।
সভাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আতহার হোসেন, রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজেরে উপাধ্যক্ষ মো. আবুল কাশেম, বিচলনবিল ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) পরিচালক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারি অধ্যাপক মো. তুহিনআব্বাসী, চলনবিল কারচারাল মিডিয়ার সভাপতি ও সমকাল প্রতিনিধি এমএমআলী আক্কাছ, গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, সংবাদ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ,ইত্তেফাক প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম, কালেরকন্ঠ প্রতিনিধি প্রভাষক মো. মাজেম আলী, যুগান্তর প্রতিনিধি মো. ইসাহক আলী রাজু, আমাদের সময় প্রতিনিধি মো. আখলাকুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি আনিসুর রহমান।
বক্তারা সাংবাদিক মিজানুর রহামনের ওর পুলিশের অমানবিক নির্যাতনের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে সাংবাদিক মিজানুর রহমানসহ দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানীমূলক মিথ্যা প্রত্যাহারের দাবী জানান।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে সাংবাদিক মিজানুর রহমানকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে নির্যাতন করা হয়।
(এমআর/পিবি/মার্চ ২৫,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test