E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাছরাঙা এখনও শীর্ষে

২০১৪ মে ১২ ২১:৩০:০২
মাছরাঙা এখনও শীর্ষে

স্টাফ রিপোর্টার : এখনও টিআরপির শীর্ষস্থান দখল করে রেখেছে মাছরাঙা টেলিভিশন। দ্বিতীয় চ্যানেলের সঙ্গে মাছরাঙার ব্যবধান দ্বিগুণেরও বেশি।

চলতি বছরের ১৮তম সপ্তাহের (২৬ এপ্রিল- ২ মে) টিআরপির সার্বিক মূল্যায়ন সে তথ্যই জানাচ্ছে।

টিআরপিতে মাছরাঙার শেয়ার রেকর্ড করা হয়েছে ৪.৭৮। ১৭তম সপ্তাহের তুলনায় এই শেয়ার কম হলেও ১৫ ও ১৬তম সপ্তাহের চেয়ে তা বেশি। ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহে মাছরাঙার শেয়ার রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ২.৫৭, ৩.০৭ এবং ৬.৬১।

মাছরাঙার এই দাপটের কারণ আইপিএল। গত ১৬ এপ্রিল থেকে টুর্নামেন্ট সরাসরি করছে চানেলটি। এর আগে টি ২০ বিশ্বকাপ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেও মাছরাঙা একনাগারে কয়েক সপ্তাহ শীর্ষে অবস্থান করে।

এদিকে, ১৮তম সপ্তাহে সংবাদভিত্তিক চ্যানেলগুলোকে সেভাবে পাওয়া যায়নি। এক সময় টিভি ছাড়া আর কোনো সংবাদভিত্তিক চ্যানেল তালিকায় দশের মধ্যে ছিল না।

ওই সপ্তাহে টিআরপিতে সবার নীচে ছিল মোহনা টিভি। এর শেয়ার ছিল ০.২৫।

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test