E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তমকুমার এখন গায়ক

২০১৫ মে ০৪ ২৩:৫৬:৫৪
উত্তমকুমার এখন গায়ক

নিউজ ডেস্ক : উত্তমকুমার, বহুমুখী প্রতিভার অধিকারী তিনি । একসময়ের পুরোদস্তুর সাংবাদিক এখন নিজেকে প্রতিষ্ঠিত করছেন গায়ক হিসেবে । পাশাপাশি কলেজে অধ্যাপনার কাজটিও চালিয়ে যাচ্ছেন ভালভাবেই ।

তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান , গান শুনার ব্যাপারটা শুরু ছেলেবেলা থেকেই। মনের মধ্যে সব সময় ছিল একটা গুঞ্জন ।

অবসরের অপেক্ষা নয়, সব কিছুর মধ্যে এক আধটু ফাঁক খোঁজে কিশোরকুমার, মোঃ রফি, মান্না দে, মেহেদী হাসান চুটিয়ে শুনা। হঠাৎ একদিন আবিষ্কার করলেন তার কণ্ঠে ওইসব গান বেশ চলে আসছে। সে এক শিহরণের ব্যাপার। সেই থেকে গান শেখা ও পরিবেশনা শুরু।


স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন। সবখানেই সঙ্গীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরষ্কার।
এখনও পরিশ্রম আর রীতিমত সাধনা করে যাচ্ছেন সঙ্গীতশিল্পী উত্তমকুমার। ’হাওয়া’ শিরোনামে প্রথম সলো এ্যালবাম বের হয় ২০০৪ সালে।

মান্নান মোহাম্মদের সুর ও সঙ্গীত ও দেলোয়ার আরজুদা শরফের কথায় ওয়ার্ল্ড মিউজিক থেকে।

সুর-লয়-ছন্দে প্রাণবন্ত আর সুররদ্ধ পরিশীলিত পরিবেশনার পরিচ্ছন্ন নিবেদন ছিল শিল্পীর ডেব্যু এ্যালবামটি।

এছাড়া, নজরুল ইনস্টিটিউট থেকে দেশের খ্যাতিমান সব নজরুলসঙ্গীত শিল্পীদের সঙ্গে উত্তমের মিক্সড এ্যালবাম বেরিয়েছে সরকারি উদ্যোগে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নজরুলসঙ্গীত ও আধুনিক গানের এ গ্রেডের তালিকাভূক্ত শিল্পী উত্তমকুমার রায়। গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য এরই মধ্যে উত্তম সঙ্গীতজনদের দৃষ্টি কেড়েছেন।

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি লাইভ অনুষ্ঠান করছেন। প্রচারিত হচ্ছে মিউজিক ভিডিও। সমানতালে স্টেজ শো-ও করে যাচ্ছেন উত্তম নিয়মিত। একইসঙ্গে নজরুলসঙ্গীত ও আধুনিক গানের চর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে, নিচ্ছেন উচ্চাঙ্গসঙ্গীতের তালিম।

বর্তমানে নজরুলসঙ্গীত শিল্পী পরিষদের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। কেননা নজরুল ও তার সঙ্গীতের প্রতি রয়েছে উত্তমের বিশেষ ভালবাসা।

তবে সব ধরণের সঙ্গীতেই উত্তমের আগ্রহ। শুনেন শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পাশ্চাত্য রক-ফিউশন নির্বিচারে।

গানের জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছেন তিনি। আজ আর গান গাওয়ার কোনো বিকল্পই খুঁজে পান না।

তাই একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক হিসেবে সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা বা সংবাদ-কর্মীর পরিচয় ছাপিয়ে সঙ্গীতশিল্পী হিসেবেই বেশি পরিচিত এখন তিনি।

ভালোলাগা, বিশ্বাস, জীবনবোধ তার সঙ্গীতকে ঘিরেই। গত কয়েকবছর ধরে থেকে নানা ধারার বেশ ক’টি এ্যালবামের কাজ করছেন নিজের হোম স্টুডিওতে।

এতে রয়েছে নজরুলের গানের পরিপূর্ণ একটি এ্যালবাম। এছাড়া, একটি ভক্তিমূলক গানের এ্যালবামও বের করার পরিকল্পনা রয়েছে উত্তমের ।

উত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছেন। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল সঙ্গীতে ডিপ্লোমায় প্রথম শ্রেণি পেয়েছেন। এখানে দীর্ঘদিন নজরুল চর্চা করেছেন সঙ্গীতজ্ঞ সুধীন দাশ ও সোহরাব হোসেনের কাছে।

উত্তমের সঙ্গীতের প্রথম শিক্ষক স্থানীয় শিশু একাডেমিতে প্রয়াত দেলোয়ার হক। বিশুদ্ধ মার্গসঙ্গীত শিখেছেন উস্তাদ মিহির লালা, অনিলকুমার সাহা, গৌতম ভট্টাচার্য, উস্তাদ মাশকুর আলী খান, শুভ্রা গুহ, বিদুষী শান্তি শর্মা প্রমুখের কাছে।

সাংবাদিকতা জীবনে উত্তমকুমার সর্বশেষ আমাদের সময়ে কাজ করেছেন । এর আগে তিনি বেশ কিছু গণমাধ্যমে কাজ করেছেন । তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন ।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে ) সক্রিয় সদস্য ।

(ওএস/অ/মে ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test