E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশনার ২৩ বছরে কুষ্টিয়ার আন্দোলনের বাজার

২০১৫ মে ০৮ ১৪:৪৮:৫৩
প্রকাশনার ২৩ বছরে কুষ্টিয়ার আন্দোলনের বাজার

কুষ্টিয়া প্রতিনিধি : প্রকাশনার ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পা রাখলো কুষ্টিয়ার থেকে প্রকাশিত “দৈনিক আন্দোলনের বাজার” পত্রিকা। কখনও মসৃণ সময় আর কখনও ভীষণ দূর্গম বাস্তবতাকে মেনে নিয়ে আজ শুক্রবার এ অঞ্চলের গণমানুষের জনপ্রিয় পত্রিকা দৈনিক আন্দোলনের বাজার ২৩তম বর্ষে পা ফেললো।

এ ব্যাপারে আন্দোলনের বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান ডাবলু জানান, পাঠককে মূল লক্ষ্য হিসেবে ধরে বর্তমান সময়ে একটি সংবাদপত্র প্রকাশনা খুব সহজ নয়। বিজ্ঞাপন, বিপণন ইত্যাদি বাণিজ্যিক চিন্তা ভাবনাকে দুরে ঠেলে পাঠককে দেবতুল্য করে তুলতে চেয়েছে পত্রিকাটি। আর সত্যবাক-এর কারনে রোষানলে পড়তে হয়েছে বিভিন্ন সময় কু-চক্রী মহলের। তারপরও আজ আন্দোলনের বাজার বলতে চায়, আমরা কারোর সাফাই গাইনি, কাউকে ছাপিয়ে চলিনি এমনকি জনগনের সামগ্রীক মতামতকেও কখনও অবমূল্যায়িত হতে দেইনি। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মৌলিক এ পাঁচটি চাহিদাকেই চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নের লক্ষ নিয়েই ১৯৯২ সালের ৮ মে আন্দোলনের বাজার পত্রিকাটি যাত্রা শুরু করে।

আর তাই পত্রিকার উদ্বোধনী লগোতে পাঁচটি হাতের মুষ্টিবব্ধ প্রতিকই তারই প্রতিকৃতি। এখনও এ পত্রিকাটির সেই আন্দোলন অব্যাহত রয়েছে। আমাদের এই দৃঢ়তায় অনেক সময় কোন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কষ্টের উদ্বেগ সৃষ্টি হয়েছে। সমকালের অগ্নিছোঁয়া বাজারে প্রকাশনা ব্যয়ের ক্ষেত্রেও খেতে হয়েছে হিমশিম। তবুও আমাদের দায়বদ্ধতা যেহেতু মানুষের কাছে, সেহেতু শতকষ্ট স্বীকার করেও প্রকাশনার দুরন্ত ঘোড়া অবিরাম ছুটিয়ে যাচ্ছে। পাঠকের আন্তরকতাকে সম্বল করে আন্দোলনের বাজার তার দায়বদ্ধতা রক্ষা করেই যাবে।

তিনি আরো জানান, আজ এ পত্রিকার জন্য আনন্দঘন বিশেষ একটি দিন। পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে সর্বস্তরের মানুষের আন্তরিক ভালবাসা পেয়েছি। তাদের ঋণ কখনই শোধ হবার নয়। এছাড়াও প্রকাশনায় বহু কলমযোদ্ধার আন্তরিকতাও কম পায়নি। উদার ও স্বাধীন নিরপেক্ষ সম্পাদকীয় নীতির প্রতি অটল থেকে পত্রিকাটি বরাবরই চেষ্টা করেছে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে। হয়তো এ কারনেই এ অঞ্চলের মানুষের ভালবাসার পরিশীলিত হওয়ার সুযোগ পেয়েছে। বাঙালির প্রথম গর্ব যাঁকে নিয়ে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৫৪তম জন্মজয়ন্তী। যে গর্ব খুব সচেতনভাবে ধারন করে কুষ্টিয়াবাসী তথা দৈনিক আন্দোলনের বাজার। সারা দেশবাসীর দৃষ্টি আজ শিলাইদহের কুঠিবাড়ীর দিকে নিবদ্ধ।

এসব বিচারে আন্দোলনের বাজার তথা এ পত্রিকার সকল শুভাকাঙ্খীদের জন্য আজকের দিনটির তাৎপর্য দু’দিক থেকে মর্যাদাপূর্ণ। সংবাদপত্র অঙ্গনে পত্রিকাটি যতটুকু কৃতিত্ব ও গৌরব ধারন করে তার সকল দাবীদার তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ।

(কেকে/এএস/মে ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test