E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর, সম্পাদক কামরুল

২০১৫ মে ২৮ ১৯:৪৪:৪৩
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর, সম্পাদক কামরুল

স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস পর বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বিশ্বাসী প্রেসক্লাব সদস্যদের নিয়ে বসা এক সমঝোতা বৈঠকে ১৭ সদস্যে বিশিষ্ট কমিটির মনোনয়ন দেয়া হয়।

কমিটিতে সভাপতি হিসাবে মুহাম্মদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে কামরুল ইসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

মঞ্জুরুল আহসান বুলবুল সিনিয়র সহ-সভাপতি এবং আমিরুল ইসলাম কাগজী সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে আশরাফ আলী ও ইলিয়াস খানকে। আর কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন কার্তিক চ্যাটার্জি।

সদস্য পদে মনোনীত হয়েছেন আমানুল্লাহ কবীর, খন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভূইঞা, সাইফুল আলম, মোল্লা জালাল, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, সরদার ফরিদ আহমাদ, শামসুল হক দূররানী এবং হাসান আরেফিন।

সকালে প্রেসক্লাব মিলনায়তনে সমঝোতা বৈঠকটি শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির মতাদর্শে বিশ্বাসী সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির ও খন্দকার মনিরুল আলমসহ দুই পক্ষের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বৈঠক শেষে সমঝোতার ভিত্তিতে ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

(ওএস/অ/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test