E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেসক্লাবে নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

২০১৫ জুন ০১ ১৫:৫১:০৩
প্রেসক্লাবে নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : সমঝোতার ভিত্তিতে গঠিত হওয়া জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)একাংশের নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১টার দিকে বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সভাপতির রুমের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে। মিছিল থেকে ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’, ‘দখলদারদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেওয়া হয়।

মিছিলে ‘জাতীয় প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ’ এবং ‘দখলদার হটাও, প্রেসক্লাব বাঁচাও’ লেখা ব্যনার দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএফইউজে সেক্রেটারি রুহুল আমিন গাজী ও ডিইউজে সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ ‍প্রেসক্লাবের অর্ধশতাধিক সদস্য।

এসময় বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদ নবগঠিত কমিটিকে ‘দখলদার কমিটি’ আখ্যা দিয়ে তাদেরকে ক্লাবের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার দাবি জানান।

এ দাবি না মানলে আগামী ৪ জুন থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শওকত মাহমুদ বলেন,‘গণতন্ত্রের ঐতিহ্যের ধারক জাতীয় প্রেস ক্লাব আজ চক্রান্তে আক্রান্ত। দ্বি-বার্ষিক সাধারণ সভার নাম করে একশ্রেণীর সাংবাদিক অবৈধভাবে কমিটি গঠন করেছেন। তারা এখন রুম দখল করে বসে আছেন।’

এই কমিটিকে যে কোনো সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি নির্বাচনে জিততে পারেন তাহলে হাতে চুরি পড়ে নেব। যারা এ কমিটিতে আছেন তারা কোনো দিনই নির্বাচিত হননি।

তিনি আরও বলেন,‘আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও অবৈধ এ দখলদারদের কাছে প্রেস ক্লাব ছেড়ে দেব না। তাদের কোনো সিদ্ধান্তই আমরা গ্রহণ করব না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

(ওএস/এএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test