E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ সাংবাদিক নির্যাতন দিবস

২০১৫ জুন ২১ ১১:১৩:৫২
আজ সাংবাদিক নির্যাতন দিবস

স্টাফ রিপোর্টার : আজ ২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস। ১৯৯২ সালের এই দিন তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নির্দেশে পুলিশ জাতীয় প্রেসক্লাবে হানা দিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচার হামলা চালায়।

এ দিন পুলিশের বেপরোয়া লাঠিপেটায় ১০-১২ জন সাংবাদিকসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা গুরুতর আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এখনও ওই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এরপর থেকে দেশের সাংবাদিক সমাজ ২১ জুনকে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসেবে পালন করে আসছে।

এ দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভায় সাংবাদিক নেতারা এবং ওই দিনের পুলিশি হামলায় আহত সাংবাদিকরা বক্তব্য রাখবেন বলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ জানিয়েছেন।

(ওএস/পিবি/জুন ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test