E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মিডিয়া সংবাদ প্রচারে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে’

২০১৫ জুন ২৮ ১৩:৫২:০৭
‘মিডিয়া সংবাদ প্রচারে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলাদেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদ প্রচারে ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে।

প্রিন্ট মিডিয়া সংবাদসহ নিজস্ব মতামত বিনা বাধায় পরিবেশন করে থাকে। ইলেক্ট্রনিক মাধ্যমও স্বাধীনভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে।

রবিবার সংসদে প্রশ্নোত্তরে বেগম শিরীন আক্তারের (ফেনী-১) প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

গাজী ম ম আমজাদ হোসেন মিলনের (সিরাজগঞ্জ-৩) এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই। তবে বিদেশি টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এ বিষয়ে আগ্রহী হচ্ছে না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উত্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশসহ সার্কভূক্ত দেশসমুহের টিভি চ্যানেল সমুহ যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায় সে লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রযেছে।

মন্ত্রী জানান, গত ৬ সেপ্টেম্বর ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে অনুষ্ঠান ও সংবাদ আদান-প্রদান বিষয়ে বিটিভি ও দুরদর্শনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশনের সম্প্রচার ব্যবস্থা ফ্রি টু এয়ার হওয়ার উপযুক্ত প্যারামিটারের মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে বর্তমানে ভারতসহ পৃথিবীর প্রায় ৬০টি দেশের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছে। কোন কোন ভারতীয় দর্শক বা ক্যাবল অপরারেটর ডাউনলিংকের মাধ্যমে উক্ত তিনটি চ্যানেলের অনুষ্ঠান উপভোগের সুবিধা পাচ্ছে।

মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার (কুমিল্লা-১) এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের দুরদর্শনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখানোর চুক্তি সম্পাদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত চ্যানেলে বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানও দেখানো সম্ভব হবে।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test