E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনবল ছাঁটাইয়ে ব্যস্ত বিবিসি

২০১৫ জুলাই ০২ ২১:০৬:৩৫
জনবল ছাঁটাইয়ে ব্যস্ত বিবিসি

নিউজ ডেস্ক : টেলিভিশন লাইসেন্স ফি থেকে পাওয়া আয় কমে যাওয়ার কারণে এক হাজার জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) কর্তৃপক্ষ।

টেলিভিশন লাইসেন্স ফি থেকে বিবিসি এখন যে অর্থ পায় তাতে ২০ কোটি ডলারের বেশি ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। কারণ ব্রিটেনে বাড়িতে টেলিভিশন সেট রাখার সংখ্যা এখন কমে আসায় টেলিভিশন লাইসেন্স ফি থেকে উপার্জন কমছে। তথ্য এবং বিনোদনের জন্য এখন অনলাইন এবং মোবাইল ফোনের উপর মানুষ বেশি নির্ভরশীল।

বিবিসির মহাপরিচালক টনি হল জানিয়েছেন, এই জনবল কমানোর মাধ্যমে বিবিসি বছরে ৫০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারবে। তিনি বলেন, ২০১১ সালে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন ১০ লাখ টেলিভিশন সেট কম। ফলে টেলিভিশন থেকে প্রাপ্ত লাইসেন্স ফি কমে গেছে।

সংবাদ সংস্থাটির মহাপরিচালক জানান, বিবিসিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব জটিল হয়ে পড়েছিল কারণ অনেক নতুন সার্ভিস অন্তর্ভূক্ত করা হয়েছিল। নতুনভাবে জনবল ছাঁটাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া সেটি আরো সহজ হবে। কারণ ব্যবস্থাপনার বিষয়টি দশস্তর থেকে কমিয়ে সাতটি স্তর করা হবে। বিবিসির বিভিন্ন সহযোগী বিভাগ যেমন – আই টি , মানব সম্পদ এবং প্রকৌশল বিভাগকে খতিয়ে দেখা হবে। এসব বিভাগে প্রয়োজনের অতিরিক্ত জনবল আছে কিনা সেটি পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি বিবিসির বিভিন্ন অনুষ্ঠানকে একত্রীকরণের মাধ্যমেও জনবল কমানো হবে। এছাড়া বিবিসিতে বেশ কিছু সিনিয়র পদ কমিয়ে আনা হবে।

ভবিষ্যতে আরো জনবল কমানোর ইঙ্গিত দিয়ে হল বলেন, আর্থিক সঙ্কটের কারণে বিবিসিকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test