E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

২০১৫ জুলাই ১২ ১৪:০১:৪০
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সন্ত্রাসী হামলায় চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি ও খুলনার দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জিএম মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধায় সদর উপজেলার চুলকাঠি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত ওই সাংবাদিককে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সস্ত্রাসীদের বিরুদ্ধে রাতেই বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত জিএম মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত আঃ মালেক গাজীর ছেলে।

আহত সাংবাদিক মিজানুর রহমান জানান, তিনি চুলকাঠি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভায় যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় চুলকাঠি বাজারের স্কুল রোডের কালিপদ এর দোকানের সামনে পৌছালে সেখানে ওঁত পেতে থাকা সদর উপজেলার হাকিমপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে আনিছুর রহমান তার গতিরোধ করে।

এসময় রনজিৎপুর গ্রামের অরবিন্দু দাসের ছেলে প্রদীপ কুমার দাস ও রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের বাকিবিল্লাহর ছেলে রকি শেখসহ কয়েকজন সংঘবদ্ধ সন্ত্রাসী এক যোগে তার উপর হামলা করে। সন্ত্রাসীরা মিজানকে বলতে থাকে,‘তোকে সাংবাদিকতা করতে নিষেধ করেছি তার পরও সাংবাদিকতা করিস, তোকে সাংবাদিকতা শিখিয়ে দিবো’। তাদের বেধড়ক মারপিটে তিনি গুরুতর আহত হন।

এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা, ডিজিটাল ক্যামেরা, মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, এ দিয়ে বেশি বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে দেবে। পরে তাকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে স্কুল শিক্ষক সাংবাদিক মিজানের উপর হামলার ঘটনায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকের মাঝে চরম ক্ষোভের সুষ্টি হয়েছে। তারাও দ্রুত সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়েছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোজাম্মেল হক জানান, সাংবাদিক মিজানের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলছে।

(একে/এএস/জুলাই ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test