E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাখ্যা দিতে জনকণ্ঠের সম্পাদক-নির্বাহী সম্পাদককে তলব

২০১৫ জুলাই ২৯ ১৩:২০:১৮
ব্যাখ্যা দিতে জনকণ্ঠের সম্পাদক-নির্বাহী সম্পাদককে তলব

স্টাফ রিপোর্টার:সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, বিচার বিভাগ নিয়ে ‘কুৎসা রটনামূলক’ কলাম প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দিতে দৈনিক জনকণ্ঠের সম্পাদক-প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন ।

আগামী ৩ আগষ্ট আপিল বিভাগে হাজির হয়ে এ বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ আদেশ দেন।

গত ১৬ জুলাই `সাকার পরিবারের তৎপরতা ॥ পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি কলাম প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। যার লেখক নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ নিয়ে একটি কলাম প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে। যাতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এটা আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে সুয়োমোটো রুল জারি করেছেন। এবং ৩ আগস্ট সম্পাদক-প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন।

সাকা চৌধুরীর পরিবারের সঙ্গে বিচারপতিদের বৈঠক হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি সত্যি হলে আজ রুল জারি হতো না।

জনকণ্ঠের ওই কলামের এক জায়গায় বলা হয়,‘’৭১-এর অন্যতম নৃশংস খুনী সালাউদ্দিন কাদের চৌধুরী। নিষ্পাপ বাঙালী রক্তে যে গাদ্দারগুলো সব থেকে বেশি হোলি খেলেছিল এই সাকা তাদের একজন। এই যুদ্ধাপরাধীর আপীল বিভাগের রায় ২৯ জুলাই। পিতা মুজিব! তোমার কন্যাকে এখানেও ক্রশে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই যদি না হয়, তাহলে কিভাবে যারা বিচার করছেন সেই বিচারকদের একজনের সঙ্গে গিয়ে দেখা করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের লোকেরা? তারা কোন পথে বিচারকের কাছে ঢোকে, আইএসআই ও উলফা পথে না অন্য পথে? ভিকটিমের পরিবারের লোকদেরকে কি কখনও কোন বিচারপতি সাক্ষাত দেয়। বিচারকের এথিকসে পড়ে! কেন শেখ হাসিনার সরকারকে কোন কোন বিচারপতির এ মুহূর্তের বিদেশ সফর ঠেকাতে ব্যস্ত হতে হয়। যে সফরের উদ্যোক্তা জামায়াত-বিএনপির অর্গানাইজেশান। কেন বিতর্কিত ব্যবসায়ী আগে গিয়ে সেখানে অবস্থান নেয়। কী ঘটতে যাচ্ছে সেখানে। ক্যামেরনই পরোক্ষভাবে বলছেন সকল সন্ত্রাসীর একটি অভয়ারণ্য হয়েছে লন্ডন।’

বুধবারের আপিল মামলার রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া রায়ের বিরুদ্ধে সাকা চৌধুরীর করা আপিল খারিজ করে চূড়ান্ত এ রায় দেওয়া হয়।

এর পরই জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে তলব করে আদেশ দেন সর্বোচ্চ আদালত।

(ওএস/এসসি/জুলাই২৯,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test