E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৈনিক প্রথম আলো নিষিদ্ধের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

২০১৪ মে ২৫ ১৬:০১:২৪
দৈনিক প্রথম আলো নিষিদ্ধের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের শাস্তি ও পত্রিকা নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে রোববার  দুপুর ১২টায় পৌর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়/৭১ এর সামনে মানববন্ধন ও প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করেছে মুক্তিযুদ্ধের পক্ষে তরুন সমাজ নামে স্থানীয় ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোমনাথ সাহাসহ স্থানীয় ছাত্রলীগ কর্মী-সমর্থকরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ১৫/২০জনের একদল তরুণ জয় বাংলা শ্লোগান দিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে পৌর শহরের বিজয়/৭১ সংলগ্ন সড়কে মানববন্ধন করেন। পরে তারা জয় বাংলা শ্লোগান দিয়ে দৈনিক প্রথম আলো‘র ২০/২৫টি পত্রিকায় অগ্নিসংযোগ করে। এসময় কর্মসূচীতে অংশগ্রহনকারীদের মারুফ, কৌশিক, সিরাজুল, আমিনূল, শাহিন ও জিল্লুর রহমান নিজেদেরকে ছাত্রলীগকর্মী দাবী করে এ প্রতিনিধিকে বলেন- আমারা ছাত্রলীগ করি এজন্য আমরা গর্বিত তবে আজকের এ কর্মসূচী আমরা মুক্তিযুদ্ধের পক্ষে তরুণ সমাজ হিসেবে পালন করেছি।

(এসইএম/এএস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test