E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৫ অক্টোবর ১২ ১৫:১৯:০৪
কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

ওমর ফারুক মিয়াজী,কুমিল্লা উত্তর:জাতির বিবেক সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যে মামলা দিয়ে কোনো অপরাধীরা পার পাবেনা বলে উল্লেখ করে বক্তব্য রেখেছেন কুমিল্লা উত্তর জেলা সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

কুমিল্লার তিতাসে দৈনিক সংবাদ’র প্রতিনিধি ও তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ কাশেম ভূঁইয়ার উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলা ও মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সমকালের স্থানীয় প্রতিনিধি মুক্তিযোদ্ধার সন্তান শরিফুল ইসলাম চৌধুরীর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তাঁকে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাই টিভি’র কুমিল্লা প্রতিনিধি মো. সাইফুদ্দিন রনী, কুমিল্লা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, মানব জমিন’র মুরাদনগর প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ, দেবীদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল দেবীদ্বার প্রতিনিধি ডাঃ মো. এনামুল হক, যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, নয়াদিগন্ত দেবীদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, ভোরের পাতা’র হোমনা প্রতিনিধি মো. আবু রায়হান, স্বাধীন সংবাদ’র দেবীদ্বার প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, বাংলার আলোড়নের দেবীদ্বার প্রতিনিধি এমএ হালিম, গণজাগরনের তিতাস প্রতিনিধি মো. সজিব আহমেদ ডিউক ভূইয়া, সংবাদ সংযোগ’র তিতাস প্রতিনিধি মো. সজিব হোসেন সাদ্দাম, বিশ্ব মানচিত্র’র তিতাস প্রতিনিধি গাজী মো. পলাশ প্রমুখ।

উল্লেখ, গত ১৫জুলাই সকালে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সামসুল হক মনির নামের এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার সময় সাংবাদিক শরীফুল ইসলাম চৌধূরী ঘটনাস্থলে উপস্থিত থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে। এই ঘটনায় মনির’র হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে তাকেও আসামী করা হয়।

অপরদিকে কুমিল্লার তিতাসে দৈনিক সংবাদ’র প্রতিনিধি এমএ কাশেম ভূঁইয়াকে সংবাদ প্রকাশ করার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা চেষ্ঠা করে এবং তাঁর কাছ থেকে দু’টি মোবাইল সেট, ক্যামেরা ও নগদ টাকা,পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিনিয়ে নেয়। এই ঘটনায় তিতাস থানায় মামলা নং ২/ তাং ০১.১০.১৫ইং দায়ের করা হলেও আসামীরা ধরা ছোঁয়ার বাইরে।


(আরএম/এসসি/অক্টোবর১২,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test