E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা প্রেসক্লাবের সদস্য নিয়োগের নামে অর্থ বাণিজ্যর অভিযোগ

২০১৫ অক্টোবর ২৮ ১৬:২৩:৩১
ঢাকা প্রেসক্লাবের সদস্য নিয়োগের নামে অর্থ বাণিজ্যর অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা প্রেসক্লাব নিয়ে অর্থের বিনিময়ে সদস্য নিয়োগ চলছে বরিশালে। এমনই অবাক করার মতো একটি ঘটনা গত কয়েকদিন থেকে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের নগরীর রূপাতলী হাউজিং এস্টেট এলাকায় যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে বিশাল আকারের ঝুলানো একটি সাইনবোর্ডে লেখা রয়েছে 'শীঘ্রই উদ্বোধন। ঢাকা প্রেসক্লাব বরিশাল বিভাগীয় শাখা। সদস্য নিয়োগ চলছে'। সাইনবোর্ডে রয়েছে নিজস্ব একটি রেজিষ্টেশন নম্বরও।

ঢাকা প্রেসক্লাব বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম.এম হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সদস্য হওয়ার জন্য প্রার্থীকে এসএসসি পাশের সার্টিফিকেট, যেকোন পত্রিকায় কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। এছাড়া সদস্য হতে হলে বিভাগের জন্য ১০ হাজার টাকা, জেলার জন্য ৮ হাজার, উপজেলার জন্য ৬ হাজার ও জেনারেল সদস্য হওয়ার জন্য মাত্র ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বিভাগীয় সভাপতি এম.এম হাসানের সাথে রয়েছে দু’টি আইডি কার্ড। একটি এবি আমার টিভি এবং অপরটি ঢাকা প্রেসক্লাবের বরিশাল বিভাগীয় সভাপতি হিসেবে প্রাপ্ত কার্ড। আইডি কার্ডের পেছনে থাকা ঢাকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ফরিদ আহম্মেদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে বরিশালের কর্মরত সাংবাদিক পরিচয় দিয়ে উপরোক্ত বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেন। নগরীর রূপাতলীর হাউজিং এস্টেট এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকা প্রেসক্লাব বরিশাল বিভাগীয় শাখার একটি সাইনবোর্ড ঝুলানো।

নগরীর সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেন, অর্থ বাণিজ্যের মাধ্যমে সদস্য নিয়োগ এ অপসাংবাদিকতার পেছনে কারা রয়েছে, আর কারাই বা এর মদদ যোগাচ্ছে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। নতুবা প্রতারনার ফাঁদে পরে বরিশালের সত্যিকারের সাংবাদিকতা হুমকির মুখে পরবে।

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি সাংবাদিকদের ব্যাপার, তাই তারা নিজেরাই খোঁজ নিলে ভালো হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে বরিশালের সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সহযোগীতা চাওয়া হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

(টিবি/অ/অক্টোবর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test