E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুনদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ : প্রবীর সিকদার

২০১৫ নভেম্বর ০৮ ১৯:৪৫:১৪
নতুনদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ : প্রবীর সিকদার

নারায়ণগঞ্জ প্রতনিধি : দেশের বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার শনিবার রাতে আকষ্মিক নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ কার্যালয়ে এসে তরুণ সাংবাদিকদের দেখে অভিভূত হন। একসঙ্গে এত তরুণ সাংবাদিকদের উদ্দীপ্ত কর্মকাণ্ডের প্রংশসা করে তিনি বলেন, ‘নতুনদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তার তার ঝাণ্ডা বহন করতে হবে। তোমরা লোভে না পড়ে সততার সাথে কাজ করো। তোমাদের দিকেই তাকিয়ে পুরো দেশ।'

ওই সময়ে তিনি তরুণ সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুব্ধ হয়ে এগুনোর আহবান জানান। প্রবীর সিকদারকে কাছে পেয়ে সংবাদকর্মীরাও বেশ উৎফুল্ল হয়। তাঁর কাছ থেকে সংবাদের খুটিনাটি জানতে চান।

প্রবীর সিকদার উত্তরাধিকার ৭১ নিউজ, দৈনিক বাংলা ৭১ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি আরো বলেন, সাংবাদিকতায় সৎ থাকতে হবে। অসৎ হলে সাংবাদিকতা করা যাবে না। আর অসৎ হয়ে কারো কাছ থেকে সুবিধা নেয়ার পর সেই সাংবাদিক আর সততার সাথে কাজ করতে পারবে না। তাই সৎ সাংবাদিকতা করতে হবে। আর এমপি মন্ত্রীর বিরুদ্ধে লাগতে হবে তা নয়। সৎ এবং সত্যের পক্ষে থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে হবে।

নিউজ নারায়ণগঞ্জ কার্যালয়ে প্রবীর সিকদারের আকস্মিক পরিদর্শনের সময়ে নিউজ নারায়ণগঞ্জ এর এডিটর ইন চিফ শাহজাহান শামীম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার ম-ল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি ও ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, বাংলাট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি তানভীর হোসেন, আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, যুগান্তরেরর ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, দ্যা রিপোর্ট টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মামুন মিয়া, বাংলাদেশ টুডে এর জেলা প্রতিনিধি ও নিউজ নারায়ণগঞ্জ স্টাফ করেসপনডেন্ট মাজহারুল ইসলাম রোকন, দৈনিক সচেতন এর ফটো সাংবাদিক মোক্তার হোসেন, নিউজ নারায়ণগঞ্জ এর আউটপুট এডিটর সনদ সাহা সানি, স্টাফ করেসপনডেন্ট মাহফুজুর রহমান পারভেজ, মোজতবা নাহিন সোহান, অংকন শিল্পী রিপন চন্দ্র প্রমুখ।

প্রবীর সিকদার আরো বলেন, ‘যতটুকু গণতন্ত্র আছে সেটা সংবাদপত্রের ভূমিকার কারণে। এর চেয়েও খারাপ অবস্থায় ছিল। আর পড়াশোনা মানুষকে শিক্ষিত করে না। ডেমোক্রেটিক প্র্যাকটিস নাই। যে যা করতে চায় তাই করে। কোন জবাবদিহিতা নেই। তাই সংবাদপত্রের বেশি ভূমিকা রাখতে হবে। বিড়ালের গলায় ঘণ্টা কাউকে না কাউকে বাধতে হবে। কারণ দেশটা আমাদের। চারপাশে যা দেখা যাচ্ছে তা নিয়ে আমরাই জীবন নিয়ে সন্দিহান। অন্যায়ের প্রতিবাদ করতে সবাই ভুলে গেছি। তিনি আরো বলেন আমার মত একজন অখ্যাত মানুষকে যখন হাতে হ্যান্ডক্যাপ লাগানো হয়েছিল। রিমান্ডে নেয়া হয়েছিল। তখন সারাদেশের মানুষ প্রতিবাদ করেছিল। যে প্রতিবাদের কারণে যে আদালত আমাকে আগের দিন রিমান্ড দিল সেই আদালত পরের দিন বলল আমি মুক্ত। এটা জনতার বিজয়। অনেকেই বলেন বিচার পাওয়া যায়না। সেটা অনেকাংশে সত্য হলেও যে সব ঘটনাগুলো আলোচিত হয় তখন বিচার পাওয়া যায়। এখন রাষ্ট্র চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। এভাবে চলতে পারে না। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশ গ্রহণ শুধু জরুরি নয়,অনিবার্যও।

(এসকেপি/এসসি/অ/নভেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test