E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক ফারুক নিহত : সড়ক অবরোধ, আল্টিমেটাম

২০১৫ ডিসেম্বর ১৩ ১৬:২৮:২৮
সাংবাদিক ফারুক নিহত : সড়ক অবরোধ, আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক নিহতের ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন গণমাধ্যমকর্মীরা।

রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে বিকেলে পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত শতাধিক গণমাধ্যমকর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে ঘাতক ট্রাক চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলন্টিমেটাম দেন সাংবাদিকরা।

সমাবেশ থেকে আগামী মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা না হলে ওই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারে দেওয়া হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া বলেন, এর আগেও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যু হয়েছে, কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। এ সব ঘটনা জন্য তিনি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে দায়ী করেছেন।

বিএফইউজের সাবেক এই মহাসচিব বলেন, শ্রমিক নেতা শাজাহান খানের শ্রমিকদের পক্ষে সাফাই গাওয়া এবং যেনোতোনোভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কারণেই এ সব দুর্ঘটনা ঘটছে। ফলে শুধু ঘাতকদের বিচার নয়, শাজাহান খানেরও বিচার করতে হবে।

ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে সাংবাদিক নেতা শাহজাহান মিয়া, শাহেদ চৌধুরী, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদুর রহমান খোকন, কেরাম উল্লাহ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test