E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলছে ক্র্যাবের নির্বাচন

২০১৫ ডিসেম্বর ২৭ ১৫:২৮:২১
চলছে ক্র্যাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার : ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০১৬ এর ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ১০টা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দোতলায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চলতি বছর ক্র্যাবের মোট ভোটার সংখ্যা ২১৮ জন। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, রবিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও অপরাধ বিষয়ক প্রতিবেদকদের এ সংগঠনের সদস্যরা সকাল ৮টা থেকেই ডিআরইউ চত্বরে হাজির হতে থাকেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতারুজ্জামান লাবলু ও ইসারফ হোসেন ইসা, সহ-সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ও সাব্বির মাহমুদ, সাধারণ সম্পাদক পদে উমর ফারুক আল হাদী, মাহবুব আলম লাবলু ও আমীর মুহাম্মদ জুয়েল, যুগ্ম সম্পাদক পদে অখিল কুমার পোদ্দার ও মোহাম্মদ মোমিন হোসেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম বাদশাহ ও নূরুজ্জামান লাবু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মমতাজ উদ্দিন ও শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন বাবু ও খন্দকার হানিফ রাজা, দফতর সম্পাদক পদে আজিজুল হাকিম ও এস এম ইসমাইল হুসাইন ইমু। কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন শাহিন আবদুল বারী, আমিনুল ইসলাম, ওয়াসিম সিদ্দিকী ও মো. এমদাদুল হক খান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক পদে এস এম দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশীদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকির আহমদ।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test