E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করলো কমলনগর প্রেসক্লাব

২০১৫ ডিসেম্বর ২৯ ১৬:৩৯:৩৫
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করলো কমলনগর প্রেসক্লাব

লক্ষ্মীপুর প্রতিনিধি : গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করলো লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব। মঙ্গলবার বিকালে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ- সিজেএফবি উদ্যোগে কমলগর প্রেসক্লাব সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করে। এ উপলক্ষে তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক একেএম ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা আবু নূর সেলিম ও ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেন।

মাসিক সম্প্রতিক স্বদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাসেল পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক ছাইফ উল্লাহ হেলাল, সানাউল্লাহ সানু, ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, কমলনগর উপজেলা যুব লীগের সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগ নেতা আবদুর রহমান দিদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেএসডি’র সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক আক্তার হোসেন মিলন, হাম্মদ হাওলাদার ও ছাত্রনেতা আমজাদ হোসেন।

এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

মোনাজাতউদ্দিনের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মোনাজাতউদ্দিনের কাজ অনুসরণের মধ্যদিয়ে আমরা তাঁর আদর্শ সমুন্নত রাখতে পারি। তাঁর স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ সাংবাদিকতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিকেলে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে যমুনা নদীতে পড়ে প্রাণ হারান। স্থানীয় সাংবাদিক সংগঠণের সহায়তায় এ বছর থেকে উপকূল জুড়ে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। এবার উপকূলের ৩০ স্থানে দিবসটি পালিত হচ্ছে।

(এমআরএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test