E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে যাযাদি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০১৬ জুন ০৭ ১২:৪৭:৩১
শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে যাযাদি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শরীয়তপুর প্রতিনিধি : পাঠক নন্দিত পত্রিকা  দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা সদরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এতে জেলার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোসাইরহাট :
সোমবার সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দৈনিক যায়যায়দিন এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গোসাইরহাট পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে গোসাইরহাট যাযাদি ফ্রেন্ডস পোরামের আহবায়ক দেওয়ান মোহাম্মদমনিরুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন আহমেদ, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ মোফাজ্জেল হোসেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন দুলাল, মোঃ আফজাল সরদার, এম জামাল মুন্সী, যায়যায়দির এর উপজেলা প্রতিনিধি কে, এম, সাইফুল্লাহ কাওসার প্রমুখ।

বক্তারা দৈনিক যায়যায়দিন এর জন্য শুভ কামনা করে নির্ভীক সাংবাদিকতার জন্য ‘‘দৈনিক যায়যায়দিন’’ পরিবারের এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কবি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ এলাকার শতাধিক গুণীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন গোসাইরহাট উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আউয়াল সরদার।

নড়িয়া :
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবে সোমবার সকাল ১০টায় কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম নড়িয়া উপজেলার সভাপতি সাংবাদিক মো. ইব্রাহীম এর সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার নড়িয়া উপজেলা প্রতিনিধি মো. ইয়াছিন মল্লিক টিটুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির আহমেদ।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে নড়িয়া উপজেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক নড়িয়া শাখার সহকারী ম্যানেজার মো. শওকত আলী, সমবায় কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, নড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কবির উজ্জামান, মো. মামুন, জাহাঙ্গির ছৈয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. সাগর দেওয়ান, বি. এম. আলী আহেম্মদ প্রমুখ।

ভেদরগঞ্জ :
দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যোগ করেছিলো এক নতুন মাত্রা। শিশু-কিশোরদের অংশগ্রহনের মাধ্যমে সম্পূর্ন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সোমবার বেলা ১১টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি মনোরম র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালের সামনের সড়ক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় একটি কিন্ডার গার্টেনে কেক কেটে আনন্দ উল্লাস করা হয়।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাযাদি ফ্রেন্ডস ফোরামের ভেদরগঞ্জ উজেলা কমিটির উপদেষ্টা ও ভেদরগঞ্জ পৌরসভা মেয়রের সহধর্মীনি মিসেস নাজমা মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ যাযাদির ভেদরগঞ্জ উপজেলা সংবাদাতা আনিছুর রহমান। অনুষ্ঠানে কেক কাটেন ২০১৬ সালের জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতায় উপস্থিত অভিনয় বিষয়ে ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকারি মুনিয়া ইসলাম।

(কেএনআই/এএস/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test