E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

২০১৬ জুলাই ২৯ ১১:০৯:২০
বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার সকালে শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিএফইউজের (আওয়ামী লীগ পন্থি) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি খালি হয়। সভাপতি পদে উপনির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।

উপনির্বাচনে বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টিভির এডিটর ইন চিফ ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঞ্জুরুল আহসান বুলবুল ইতোপূর্বে বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিবসহ দীর্ঘদিন ধরে সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন। আব্দুল জলিল ভূঁইয়াও বিএফইউজের দুইবার মহাসচিবসহ সাংবাদিকতার পেশার মানোন্নয়নে মাঠে রয়েছেন। অশোক চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে যুগ্ম সম্পাদক ছিলেন।

উপ-নির্বাচনে ঢাকাসহ সারাদেশের চার হাজারেরও বেশি সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test