E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণমাধ্যম জঙ্গিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

২০১৬ আগস্ট ১৭ ১৮:০৮:৫৮
‘গণমাধ্যম জঙ্গিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণমাধ্যমের এ প্রশংসনীয় কাজের জন্য দেশে-বিদেশে ইসলাম ধর্মের নামে কথিত জঙ্গিরা গুটিয়ে যাচ্ছে।

মঙ্গলবার এফডিসি মিলনায়তনে সাপ্তাহিক অগ্রণী বার্তার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হোসনে আরা বাবলী এমপি, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব- পীরজাদা শহিদুল হারুন, গীতিকার-শামীম রুমী, বিল্টু আনোয়ার, কন্ঠশিল্পী-মো. আবদুল জব্বার, মো. নিজাম উদ্দিন ও সাপ্তাহিক অগ্রণী বার্তার প্রধান সম্পাদক আলী আশরাফ আখন্দ।

মসিউর রহমান রাঙ্গা বলেন, সাংবাদিক সমাজ তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে অসত্য, অন্যায়, অনাচার, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করে থাকে।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা জনগণের কল্যাণ ও নাগরিকসেবা সুনিশ্চিত করে থাকে বলে তিনি মন্তব্য করেন।

পরে প্রতিমন্ত্রী সাপ্তাহিক অগ্রণী বার্তা কর্তৃক গুণীজনদের সম্মাননা প্রদানে ধন্যবাদ জানিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিগণের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test