E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৯৬ সাংবাদিককে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

২০১৬ আগস্ট ২৩ ১৪:৩৪:৫২
১৯৬ সাংবাদিককে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে ১ কোটি ৪০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এ সহায়তা প্রদান করবেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০১৫-২০১৬ অর্থবছরের সাংবাদিক সহায়তা চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার আইন ও অনলাইন নীতিমালা শিগগির মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। সম্প্রচার আইন চূড়ান্ত করতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

তিনি বলেন, অনলাইন নীতিমালার আলোকেই নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আনা হবে। তথ্য অধিদফতর থেকে চাওয়া তথ্য ভান্ডারে অনলাইন নিউজ পোর্টালগুলোর ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতোমধ্যে প্রায় ১৮০০ অনলাইন নিউজ পোর্টালের যাবতীয় তথ্য অধিদফতরের কাছে জমা হয়েছে।

এ সময় জঙ্গি দমনে সঠিক তথ্য দিয়ে সংবাদ করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।

সম্প্রতি ভারত সফরে পাকিস্তান সম্পর্কে তথ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমেদ ও প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test