E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হক আর নেই

২০১৪ জুন ১৪ ১৩:১০:২৭
প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হক আর নেই

স্টাফ রিপোর্টার : প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হক ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুত্রবধূ সাজিয়া জহির এই প্রবীণ ফটো সাংবাদিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ৫ জুন জহিরুল হককে দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ১২ জুন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন। জহিরুল হক দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিলেন। দিল্লি পাঠানোর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়। এই সংগঠনের সভাপতির পদে একাধিকবার ছিলেন তিনি।
এছাড়াও তিনি ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলকাতার 'দৈনিক আজকাল' পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেন।

পাকিস্তান আমলে তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করেন। তিনি বাংলার বাণী, জনকণ্ঠ ও বাংলাদেশ টাইমসেও কাজ করেন।

জহিরুল হকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

(ওএস/জেএ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test