E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণমাধ্যমকে পাশ কাটিয়ে সমাজের কল্যাণ সম্ভব নয়’

২০১৬ নভেম্বর ২৪ ১৭:৪৯:৫৪
‘গণমাধ্যমকে পাশ কাটিয়ে সমাজের কল্যাণ সম্ভব নয়’

বরিশাল প্রতিনিধি : বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করে গণমাধ্যম। পুলিশ এবং গণমাধ্যমের উদ্দেশ্য একই। গণমাধ্যমকে পাশ কাটিয়ে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইনস্ এর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ মুহম্মদ মারুফ হাসান আরও বলেন, একটা সময় ছিল, যখন পুলিশ বাহিনীর অনেকেই গণমাধ্যমকে পাশ কাটিয়ে চলতো। কিন্তু এখন দিন বদলেছে, পুলিশের পুরনো ধ্যান-ধারণাও পাল্টেছে।

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি বলেন, সংবাদ কর্মীদের মাধম্যেই তৃণমূলের খবরগুলো সবার আগে জানা যায়। এ কারণে সব সময় সাংবাদিকদের মতামত নিয়ে কাজ করতে পছন্দ করি।

নিজেকে মিডিয়া বান্ধব উল্লেখ করে শেখ মারুফ হাসান বলেন, শুধু আমি একা নয়, পুরো রেঞ্জ পুলিশ হবে মিডিয়া বান্ধব। গণমাধ্যমের সহযোগিতা নিয়ে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলার উন্নয়নে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল এবং প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test