E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বিটিভির ৫২ বছর পূর্তি

২০১৬ ডিসেম্বর ২৫ ১২:৪৫:৫৭
আজ বিটিভির ৫২ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার :আজ ২৫ ডিসেম্বর । বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি হলো । ৫৩ বছরে পা রাখল বিটিভি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশনের  যাত্রা শুরু হয়। ১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয় বিটিভি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমণ্ডলে টেলিভিশন কেন্দ্র স্থানান্তর করা হয়। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন।

দেশের সীমানা পেরিয়ে ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড এবং ২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার করা হচ্ছে। সকাল ৯টা ৪০ মিনিটে এ বিষয়ে আলোকপাত করতে দেখানো হয় তথ্যচিত্র 'ডিআইটি থেকে রামপুরা'।

দিনটি উদযাপনের জন্য ঢাকার রামপুরায় বিটিভির সদর দপ্তরে সকাল ১০টা থেকে রয়েছে দুই ঘণ্টার প্রীতি সম্মিলনী। এখানে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে সরাসরি।



(ওএস/এস/ডিসেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test