E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়াকর্মী খুন

২০১৬ ডিসেম্বর ৩১ ১২:১৮:৩৬
২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়াকর্মী খুন

আন্তর্জাতিক ডেস্ক :২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়াকর্মী খুন হয়েছেন। এর মধ্যে পেশাগত কারণে খুন হন ৪৮ সাংবাদিক ও দুই মিডিয়াকর্মী।

অপর ২৮ সাংবাদিক পেশাগত কারণে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউ ইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পেশাগত কারণে খুন হওয়াদের মধ্যে বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। তালিকায় ভারত ও পাকিস্তানের দুজন করে এবং আফগানিস্তানের চার সাংবাদিক রয়েছেন।

এ ছাড়া সিরিয়ার ১৪ এবং ইরাক ও ইয়েমেনের ছয়জন করে মোট ১২ সাংবাদিক রয়েছেন তালিকায়। এ বছর লিবিয়া ও সোমালিয়ার তিনজন করে, মেক্সিকো, তুরস্কের দুজন করে, গিনি, ইউক্রেইন, মিয়ানমার এবং ব্রাজিলে একজন করে সাংবাদিক খুন হন। নিহত মিডিয়াকর্মী দুজন ছিলেন ইরাক এবং সিরিয়ার। ২০১৬ সালে পেশাগত কারণে জেলে নেওয়া হয় ২৫৯ সাংবাদিককে। আগের বছর এ সংখ্যা ছিল ১৯৯।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সারাবিশ্বে খুন হন ৭২ সাংবাদিক এবং তিন মিডিয়াকর্মী। এর মধ্যে বাংলাদেশের ছিলেন পাঁচজন। ২০১৫ সালে সারা বিশ্বে আরও ২৫ সাংবাদিক খুন হন। তবে সিপিজে নিশ্চিত হতে পারেনি যে, তারা পেশাগত কারণে খুন হয়েছেন। এর মধ্যে এক বাংলাদেশি সাংবাদিকও রয়েছেন। সিপিজের গবেষণা তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ১২২৮ সাংবাদিক খুন হয়েছেন। আর ২০০৮ সাল থেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন ৪৫৬ সাংবাদিক।



(ওএস/এস/ডিসেম্বর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test