E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের কলমবিরতির ঘোষণা

২০১৭ মার্চ ১৮ ২৩:০৭:৩৬
নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের কলমবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার : নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামীকাল রবিবার থেকে গণমাধ্যমকর্মীদের তিন ঘণ্টার কলমবিরতি শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত এ কলমবিরতি চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল গত ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে এই কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া নবম ওয়েজবোর্ড গঠনের দাবি ও সংবাদপত্র এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আগামীকাল সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হবে।

বিএফইউজে মহাসচিব ওমর ফারুক মতবিনিময় সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবারের মধ্যে ওয়েজবোর্ড গঠনের দাবি না মানলে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালন করা হবে।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test