E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে’

২০১৭ মার্চ ২৯ ১৮:০৪:৪৪
‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনির মাধ্যমে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় গুলো লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করতে হবে। স্বাধীনতা পক্ষে, মুক্তিযোদ্ধের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে  সাংবাদিকদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবে ত্রিশাল প্রেসক্লাব সন্মাননা ২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নজরুল ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসাস)’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ঈমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়,সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ মুসা।

বক্তব্য রাখেন ময়মনসিংহ সংবাদপত্র মালিক সমিতির সাধারন সম্পাদক আনম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, আমাদের সময় জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, যমুনা টিভির বুরে‌্যা চীফ হোসাইন শাহীদ প্রমূখ। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় মুঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক চৌধুরীকে সংবর্ধনা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনকে ত্রিশাল প্রেসক্লাব সম্মাননা ক্রেস্ট প্রদান ।

(এমএন/এএস/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test