E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে সাংবাদিকের উপর চেয়ারম্যানের হামলা, ক্যামেরা ছিনতাই

২০১৭ এপ্রিল ১৪ ১৪:৫০:৪৩
মদনে সাংবাদিকের উপর চেয়ারম্যানের হামলা, ক্যামেরা ছিনতাই


মদন (নেত্রকোনা) প্রতিনিধি : চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচির মাস্টার রোলে অবৈধ টিপসহি নেওয়ার  ছবি তুলতে গিয়ে মদন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকাল মদন প্রতিনিধি মোঃ মোতাহার আলম চৌধুরী, দৈনিক বাংলার নেত্র মদন প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়ের উপর মদন উপজেলার ১নং কাইটাইল ইউপি চেয়ারম্যাান সাফায়েত উল্লাহ রয়েল হামলা চালিয়ে  ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়।

বৃহস্পতিবার বিকালে মদন বাজার মাল্টিপারপোজ সরকারি শেডে অবৈধ ভাবে শ্রমিকদের মাস্টার রোলে একই ব্যক্তি দিয়ে ১৫/২০টি টিপসহি নেওয়ার সময় কর্তব্যরত সাংবাদিক মোতাহার আলম চৌধুরী ও ফয়েজ আহম্মদ হৃদয় মোবাইল ও ক্যামেরায় উক্ত ছবি ধারণ করলে চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয় এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

চেয়ারম্যান তার গোন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে সাংবাদিকদের ঠেলাধাক্কা, অকথ্য ভাষায় গালাগালি ও ভয়ভীতির হুমকি দিয়ে আক্রমন করলে মদন বাজারের লোকজনসহ অন্য সাংবাদিকগণ ঘটনা স্থল থেকে তাদের উদ্ধার করার সময় চেয়ারম্যান প্রেসক্লাবের সকল সাংবাদিকদেরকেও দেখে নিবেন বলে হুমকি দেন। তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং উক্ত ঘটনার নিন্দা জানান।

কাইটাইল ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছিল। এ কারনেই প্রকৃত শ্রমিকরা কাজ করেও বিল তুলতে বিলম্ব ঘটে। সাংবাদিক লাঞ্চিত ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষনিক মদন প্রেসক্লাবে কর্মরত সকল জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা এক প্রতিবাদ সভায় বসেন। সভায় বক্তারা দূর্নীতিবাজ চেয়ারম্যান তার উর্দ্ধতন পুলিশ ও দুদকে কর্মরত দুই ভাইয়ের নাম ভাঙিয়ে সে এলাকায় একের পর এক ত্রাসের রাজত্ব কায়েম করায় এর তীব্র নিন্দা ও দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

প্রেসক্লাব সভাপতি মোঃ আল-আমীন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম আব্দুল হাই, যুগ্ম সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি আল মাহবোব আলম আল-আমিন, মানব জমিন প্রতিনিধি নুরুল হক রুনু, সাবেক সাধারন সম্পাদক দিনকাল প্রতিনিধি সাকের খান, সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী তালুকদার, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি সামছুল আলম ভুইঁয়া, ভোরের পাতা প্রতিনিধি আরমান জাহান চৌধুরী প্রমূখ। প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ রাতেই এই ঘটনার বিচার চেয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক, চেয়ারম্যান আতিকুর রহমান রোমান।

এ ছাড়া ঘটনার তীব্র নিন্দা ও দূষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির জানিয়েছেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল হক বাবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও জেলা পেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সমরেন্দ্র বিশ্বশর্মা, খালিয়াজুরি প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া।


(এএমএ/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test