E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষাবৃত্তি পেল প্রয়াত ১৭ সাংবাদিকের সন্তান

২০১৭ এপ্রিল ২৮ ১৩:৫৮:০৬
শিক্ষাবৃত্তি পেল প্রয়াত ১৭ সাংবাদিকের সন্তান

স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রয়াত ১৭ সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

শুক্রবার সকালে ডিআরইউয়ের সাগর-রুনি স্মৃতি মিলনায়তনে বৃত্তি প্রদান করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে ১৭ সাংবাদিকের সন্তানকে এক বছরের জন্য মাসিক ২ হাজার করে ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ওবায়েদুল গনি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা বলেন, আমিও ডিআরইউয়ের সদস্য। আমি জানি ডিআরইউয়ের সম্পদ সীমিত। সীমিত সম্পদ নিয়েও তারা যে শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে এটা আমাদের জন্য একটা বড় সাপোর্ট। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বৃত্তির টাকা পেয়ে আপ্লুত সাংবাদিক আরিফ রহমানের স্ত্রী অহনা রহমান বলেন, আমি ডিআরইউয়ের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ডিআরইউয়ের বৃত্তি প্রদানের উদ্যোগে আমি অভিভূত। আমরা সবসময় শুধু রাজনীতির কথা বলি, রাজনৈতিক বক্তব্য দেই। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। তবে এ যুগে ২ হাজার টাকা অনেক কম। আমি আশা করছি এ ধরনের মহৎ উদ্যোগে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন এবং পরবর্তীতে এই বৃত্তির টাকা ৫ হাজার পর্যন্ত উন্নীত করবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। উপস্থিত প্রয়াত সাংবাদিকদের সন্তানদের উদ্দেশে তিনি বলেন, ডিআরইউ তোমাদের বৃত্তি দিয়েছে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে সমাজের নেতৃত্ব দিতে পারো। ডিআরইউ সবসময় তোমাদের পাশে থাকবে।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পরপরই ডিআরইউ সভাপতি আগামী বছর থেকে মাসিক বৃত্তির টাকা ৩ হাজারে উন্নীত করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test