E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা কাটাতে অভিজ্ঞদের এগিয়ে আসতে হবে’

২০১৭ মে ০৪ ২০:৪৯:০৪
‘ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা কাটাতে অভিজ্ঞদের এগিয়ে আসতে হবে’

স্টাফ রিপোর্টার : ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা ও ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি এ কথা বলেন। গতকাল ৩ মে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশ চ্যাপ্টার এবং সিজিএ ভারত চ্যাপ্টার যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইন্দো-বাংলা কনফারেন্স অন ডিজিটাল মিডিয়া : থ্রেটস্ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে।

ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল জগতের প্রতিনিধিত্ব করে প্রধানত তরুণরা। অনেক সময় তরুণদের দায়িত্বজ্ঞান ও অভিজ্ঞতার অভাবে এর ইতিবাচক দিকটি ঝুঁকির মুখে পড়ে। তাই সনাতনী গণমাধ্যম হতে ডিজিটাল গণমাধ্যমে সহজতর উপায়ে উত্তরণের জন্য নেতৃস্থানীয় গণমাধ্যমের অভিজ্ঞ সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং সিজেএ সভাপতি ভারতীয় সাংবাদিক মহেন্দ্র বেদ। শুরুতে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জব্বার এ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

(ওএস/এএস/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test