E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চির নিদ্রায় শায়িত সাংবাদিক রিশিত খান

২০১৭ মে ১৪ ১২:১৬:২০
চির নিদ্রায় শায়িত সাংবাদিক রিশিত খান

সিরাজগঞ্জ প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক প্রতিভাবান সাংবাদিক সিরাজগঞ্জের কৃতি সন্তান রিশিত খান (আব্দুর রশিদ)।

রবিবার সকাল ৬টায় জানাজা শেষে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উল্লাপাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক শামীম হাসান, চৌবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীম এহসান স্বপন, সাংবাদিক রিশিত খানের বন্ধু ও কন্ঠশিল্পী নারায়ণ পিন্টু ভৌমিক প্রমুখ।

এছাড়া মরহুমের নিকট আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে রিশিত খানের মরদেহ নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন তার পরিবারের সদস্যরা।

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রসঙ্গত, প্রতিভাবান সাংবাদিক সিরাজগঞ্জের কৃতি সন্তান রিশিত খান শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ৯০’র দশকের গোড়ার দিকে সাপ্তাহিক খবরের কাগজে তার সাংবাদিকতা পেশার হাতেখড়ি। এরপর তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক ডেসটিনি, সাপ্তাহিক ২০০০ পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমসহ বেশকিছু সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় কাজ করেছেন।

তিনি আশির দশকে বাংলাদেশ মুক্ত নাটক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় মুক্ত নাটকে অভিনয় করে প্রচুর সুনাম কুঁড়িয়েছেন। রিশিত খানের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি রাজধানীর মিরপুরের মণিপুরে স্ত্রী ও এক ছেলে নিয়ে থাকতেন। তাঁর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। একাধারে কলামিষ্ট ও সামাজিক সংগঠক সাংবাদিক রিশিত খান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন।

(এমএস/এসপি/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test