E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার অ্যাটম গাম-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

২০১৭ মে ১৬ ১৩:৫৮:৫১
বুধবার অ্যাটম গাম-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ কনফেকশনারির পণ্য ‘অ্যাটম গাম’র পৃষ্ঠপোষকাতায় বুধবার থেকে শুরু হচ্ছে ‘অ্যাটম গাম-ডিআরইউ’ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি মিডিয়া হাউজ। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

মঙ্গলবার ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার আপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। সেমিফাইনালে পরাজিত দুই পাবে ৫ হাজার টাকা করে। এছাড়া প্রতিটি খেলার সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে।

অ্যাটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে প্রিন্ট মিডিয়া থেকে রয়েছে ১৯টি, টেলিভিশন মিডিয়া থেকে সাতটি, অনলাইন মিডিয়া থেকে পাঁচটি এবং রেডিও থেকে একটি দল।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, এবারের হ্যান্ডবল টুর্নামেন্টে প্রাণ গ্রুপ সহযোগিতা করছে। ডিআরইউয়ের সঙ্গে প্রাণ গ্রুপের দৃঢ় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে প্রাণ গ্রুপ-ডিআরইউ সম্পর্ক আরও সৃদৃঢ় হবে।

তিনি জানান, জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের সঙ্গে ডিআরইউয়ের ২৫ লাখ টাকার একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে ডিআরইউ-ইউনিসেফ সম্মিলিতভাবে ২০টি ইভেন্ট আয়োজন করবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, সংবাদকর্মীরা সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এই কর্ম-ব্যস্ততার মধ্যেই ডিআরইউ সদস্যদের তরতাজা রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই খেলার (হ্যান্ডবল টুর্নামেন্ট) মাধ্যমে সদস্যরা আরও তরতাজা থাকবেন বলে আমরা মনে করি।

প্রাণ কনফেকশনারি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাণ গ্রুপ সবসময় খেলার সঙ্গে থাকতে চায়। জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদকে অ্যাটম গামের ব্র্যান্ড অ্যাম্বসেডর করা হয়েছে বলে তিনি জানান।

অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুল আলম বলেন, এই হ্যান্ডবল টুর্নামেন্ট হবে ডিআরইউ সদস্যদের জন্য মিলন মেলা। আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।

প্রিন্ট মিডিয়া
জনকণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর, করতোয়া, নয়া দিগন্ত, আজকালের খবর, কালের কণ্ঠ, ইনকিলাব, সংগ্রাম, মানবজমিন, মানবকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশ, আমাদের অর্থনীতি, আমাদের সময়, সমকাল, ভোরের কাগজ, ডেইলি স্টার এবং নিউ এইজ।

টিভি মিডিয়া
যমুনা টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, আরটিভি, এটিএন নিউজ, জিটিভি এবং এসএটিভি।

অনলাইন মিডিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), জাগো নিউজ, বাংলানিউজ, দ্য রিপোর্ট এবং বাংলা ট্রিবিউন। এছাড়া অংশ নিচ্ছে রেডিও টুডে।

(ওএস/এসপি/মে ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test