E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব’

২০১৭ মে ১৯ ২৩:২৫:১৫
‘শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব। গণমাধ্যমের বিকাশে সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনমত গঠনে গণমাধ্যম যে ভূমিকা পালন করতে পারে অন্য কোনো মাধ্যমে তা সম্ভব না।

শুক্রবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘আকতার’ গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।

স্পিকার তার বক্তব্যে বলেন, গণমাধ্যম ছাড়া বর্তমান পৃথিবীর কথা কল্পনা করা যায় না। প্রযুক্তির ছোঁয়ায় গণমাধ্যমের বিকাশ ত্বরান্বিত হচ্ছে প্রতিদিন। এমন সময় বসে থাকার কোনো সুযোগ নেই। গণমাধ্যমের বিকাশ ঘটলেই কেবল বিশ্বকে মোকাবেলা করা সম্ভব।

তিনি বলেন, গণমাধ্যম সত্যকে সত্য বলবে এবং মিথ্যাকে মিথ্যা বলবে এটিই মানুষ প্রত্যাশা করে। কারো দ্বারা প্রভাবিত হয়ে গণমাধ্যম ভূমিকা পালন করলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

বিশেষ অতিথি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ নিয়েই পৃথিবী এখন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই চ্যালেঞ্জ আমাদেরও। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যমই শক্তিশালী ভূমিকা পালন করছে। সরকার এবং গণমাধ্যমের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। গণমাধ্যমের প্রতিদ্বন্দ্বী এখন জঙ্গিবাদ। এই অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকে আরও শক্তিশালী হতে হবে।

(ওএস/এএস/মে ১৯, ২০১৭)


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test