E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মিশরে ২১টি সংবাদভিত্তিক ওয়েবসাইট নিষিদ্ধ

২০১৭ জুন ১৬ ১৪:০৮:৩৩
মিশরে ২১টি সংবাদভিত্তিক ওয়েবসাইট নিষিদ্ধ

নিউজ ডেস্ক : মিশরে অনলাইন মিডিয়াতে দুই সপ্তাহের বেশি সময় ধরে অন্তত ২১টি সংবাদভিত্তিক ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে বলে স্থানীয় একটি অধিকার সংস্থা জানিয়েছে। ১২ জুন পর্যন্ত দেশটির সরকার মোট ৬২টি ওয়েবসাইট এক্সেস বন্ধ করে দিয়েছে বলে জানায় সংস্থাটি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ সব বন্ধ হওয়া ওয়েবসাইটের বেশিরভাগই ব্যক্তিগত সংবাদ সংস্থা এবং মিডিয়া প্ল্যাটফর্ম। আর মিশরীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এসব ওয়েবসাইট সন্ত্রাসবাদ সমর্থন করেছে বা কাতার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফাইনানশিয়াল সংবাদপত্র আল-বরসা এবং অন্যান্য যেসব ওয়েবসাইট সন্ত্রাসবাদ বা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলোও নিষিদ্ধের তালিকায় রয়েছে।

কাতার সন্ত্রাসবাদকে অর্থায়ন করছে এবং আরব অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং দুবাই। আর এরই ধারাবাহিকতায় মিশরে নিষিদ্ধ করা হচ্ছে এ সব ওয়েবসাইট।

নিষিদ্ধ হওয়া মাদা মাসর ওয়েবসাইটটির কর্তৃপক্ষ নিজেদেরকে প্রগতিশীল এবং কাতারের সঙ্গে কোনো সম্পৃক্ততাও নেই বলে দাবি করছে। একইসঙ্গে তারা এখন ফেসবুকে তাদের কনটেন্ট প্রকাশ করছে।

সরকারের এ ধরনের পদক্ষেপকে ‘গণমাধ্যমের ওপর পরিষ্কার আক্রমণ’ বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

(ওএস/এসপি/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test